বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

সচিবালয়ে ঢুকে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
Prothom Bangla
অক্টোবর ২৩, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল প্রত্যাখান করে সবাইকে পাস করানোর দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা।

এরপর সচিবালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান করতে থাকে তারা।

এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

সর্বশেষ - রাজনীতি