শুক্রবার , ১৬ অগাস্ট ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

প্রতিবেদক
Prothombangla.news
অগাস্ট ১৬, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথমবাংলা

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণের দেশী-বিদেশী মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর বাসাটিতে অভিযান পরিচালনা করে ডিএমপি।

এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ী হতে বিপুল পরিমাণ দেশী – বিদেশী মুদ্রা উদ্ধার করেছে।

তবে বাসাটি কার এবং কি পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে তা ডিএমপির পক্ষ থেকে জানানো হয়নি।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাসাটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণের টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ঐ ভবনটি ঘিরে ফেলে। ভবন ঘিরে তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। স্থানীয় জনতা থেকে খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায়। পরে ডিএমপির অভিযান বাসাটি থেকে বিপুল পরিমাণে দেশী বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়।

সর্বশেষ - রাজনীতি