নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা
মাধ্যমিক পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার ও বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানা গেছে।
রিটে শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।