শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং ভয়েস আর্টিস্ট্রি ও জনসংযোগে দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রফেসর ড. মো. জুলফিকার আলী (চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি) ‘ভয়েস আর্টিস্ট্রি অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন। পাবলিক স্পিকিং অফিসিয়ালের আয়োজনে গত ৩১শে জানুয়ারি ২০২৫ ইং রাজধানীর সেগুনবাগিচার কঁচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত ‘রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ‘ – এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রফেসর ড. মো. জুলফিকার আলী প্রায় দুই দশক ধরে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। শিক্ষাদানের পাশাপাশি তিনি একজন বিশিষ্ট গবেষক, লেখক এবং জনসংযোগ বিশেষজ্ঞ। তাঁর কণ্ঠশৈলী, বাগ্মিতা এবং গবেষণাধর্মী কাজ জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। ভয়েস আর্টিস্ট্রি এবং জনসংযোগে তাঁর দক্ষতা ও ভূমিকার জন্যই তাঁকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ.এস.এম. জাহিদ। ‘গেষ্ট অব ইন্সপিরেশান হিসেবে বক্তব্য দেন মোটিভেশনাল স্পিকার ও পাবলিক স্পিকিং অফিসিয়ালের চিফ অ্যাডভাইজার জনাব ড. মো. আলমাসুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার খ্যাতিমান ব্যক্তিত্বরা।
সম্মাননা গ্রহণকালে প্রফেসর ড. মো. জুলফিকার আলী বলেন, “এই সম্মাননা শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভয়েস আর্টিস্ট্রি এবং জনসংযোগ বিষয়ে আগ্রহী সকলের জন্য এটি একটি অনুপ্রেরণা। আমি আশা করি, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও তরুণদের এই ক্ষেত্রে এগিয়ে আসতে উৎসাহিত করবে।”
উক্ত অনুষ্ঠানে আরও চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে তাদের অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন— কিংবদন্তি ভয়েস আর্টিস্ট জনাব সৈয়দ ইসমাত তোহা, মোটিভেশনাল স্পিকার জনাব ড. আলমাসুর রহমান, স্পোর্টস প্রেজেন্টার ও কমেন্টেটর জনাব ড. অনুপম হোসেন এবং নিউজ প্রেজেন্টার নুজহাত আফরিন।
পাবলিক স্পিকিং অফিসিয়াল একটি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যা জনসাধারণের সামনে সাবলীলভাবে কথা বলার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। প্রতিষ্ঠানটি বক্তৃতা, বিতর্ক, কণ্ঠশিল্প, উপস্থাপনা এবং যোগাযোগ কৌশল নিয়ে কাজ করে এবং বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে নিয়মিত কর্মশালা ও সেমিনার আয়োজন করে।
এই বিশেষ স্বীকৃতি প্রফেসর ড. মো. জুলফিকার আলীর পেশাগত জীবন এবং ভয়েস আর্টিস্ট্রির ক্ষেত্রে তাঁর প্রচেষ্টাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।