নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা
জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেছেন, বাংলাদেশি তরুণদের সাহস মানবাধিকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখে আমরা অভিভূত। আর তাই এমন ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি এসব কথা বলেন।
এছাড়াও অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তারা। দলটির বাংলাদেশে প্রায় এক সপ্তাহ ধরে সফর করার কথা রয়েছে। কয়েকজন উপদেষ্টা ও মানবাধিকার কর্মীদের সঙ্গেও বৈঠক করবে দলটি।
সংশ্লিষ্টরা জানান, বিশেষজ্ঞ এই দলটির প্রতিনিধিরা আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে। তারাই মাঠ পর্যায়ের তদন্তকারীদের জন্য কর্ম পরিকল্পনা ঠিক করবেন। ২৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ করে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটি প্রতিবেদন দিয়েছে, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অন্তত ৬৫০ জন নিহত হয়েছেন। অভিযোগ করা হয়েছে, ব্যবহার হয়েছে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। এসব অভিযোগের নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত করতেই ঢাকায় এসেছে জাতিসংঘের প্রতিনিধি দল।