রবিবার , ১৮ অগাস্ট ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

প্রাণ রক্ষার্থে সেনানিবাসে ছিলেন ৬২৬জন, এখন আছে ৭জন: আইএসপিআর

প্রতিবেদক
Prothom Bangla
অগাস্ট ১৮, ২০২৪ ১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর প্রাণ রক্ষা করার জন্য সেনানিবাসে ৬২৬ জন আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ৬১৫ জন ইতোমধ্যে সেনানিবাস ছেড়ে গেছেন। সেনানিবাসে এখনো আছেন ৭জন।

রোববার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন (স্ত্রী ও শিশু) সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়।

পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্যে থেকে এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত ৩ জন তাদের পরিবারের ৪ জন সদস্যসহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্যাদি প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতের আরো উল্লেখ করা হয়, উদ্ভুত পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে, গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে আছে এবং থাকবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাগরে লঘুচাপ: ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই-আগস্টে নিহতের সংখ্যা ১৪০০, আশঙ্কা জাতিসংঘের

নতুন যাত্রা সফলে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস

বাংলাদেশিদের অবৈধ অর্থ ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড

ধানমন্ডি ৩২ পোড়ানোর প্রতিশোধেই আমার বাড়ি পুড়েছে : কাফি

অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার, আসতে পারে ইলন মাস্কের স্টারলিংক

কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা

‘জনগণের রায়ে গঠিত সংসদই সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম’

বাংলাদেশ ও ভারতকে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য দূর করার আহ্বান যুক্তরাষ্ট্রের