সোমাবার , ২৮ অক্টোবর ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

দেশের প্রায় ৩২ উপজেলায় কোনো ফায়ার সার্ভিসের স্টেশন নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Prothom Bangla
অক্টোবর ২৮, ২০২৪ ১২:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

দেশের প্রায় ৩২ টা উপজেলায় আমাদের কোনো ফায়ার সার্ভিসের স্টেশন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফায়ার স্টেশন করার চিন্তা ভাবনা করছি। একই সঙ্গে ফায়ার সার্ভিসের জনবল হয়তো আরও বাড়াতে হবে বলেও জানান তিনি।

সোমবার (২৮ অক্টোবর)  সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার বিগ্রেড সম্পর্কে সবাই অবগত আছেন। তারা দেশ ও জাতির জন্য খুব ভালো কাজ করে আসছে। তাদের কিন্তু কোথাও কোনো ব্যর্থতা নেই। তারপরও তাদের কিছু সীমাবদ্ধ আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের একটি একাডেমি করার জন্য জায়গা নেওয়া হয়েছে। জায়গাটিতে আমরা এখনো তাদের প্রশিক্ষণের জন্য উপযোগী করে তুলতে পারি নাই। এটা কত তাড়াতাড়ি করা যায় তা নিয়ে আলোচনা করছি। কত দ্রুত উপযোগী করা সম্ভব সেটা করবো।

ফায়ার সার্ভিসকে আধুনিক করার বিষয়ে উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিক করা হয়নি বিষয়টি এমন নয়। আমাদের অনেক আধুনিক প্রযুক্তি আছে।

কিন্তু বিদেশীদের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে ওই হিসেবে কিছু ঘাটতি আছে। আমরাও কিন্তু আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছি।

আধুনিক বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে ফায়ার সার্ভিসের আধুনিক বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদসহ উর্ধতন কর্মকর্তারা।

সর্বশেষ - রাজনীতি