নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে প্রত্যাহার করে বাহিনীটির বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
এসব কর্মকর্তার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি রয়েছেন।
এছাড়া আছেন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, গাজীপুর ও বরিশাল মহানগরী পুলিশের কমিশনারও।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বদলির আদেশ দেওয়া হয়।