নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা
গাজীপুরে বিশিষ্ট আলেম ও মসজিদের ইমাম আল্লামা রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
সোমবার সংবাদ মাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে এই প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, ঢাকায় অনুষ্ঠিত প্যালেস্টাইনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে হামলায় মারাত্মক আহত আলেম আল্লামা রইস উদ্দিনকে হসপিটালে না নিয়ে চিকিৎসার ব্যবস্থা না করে হাতকড়া পরিয়ে থানায় আটক করে রেখে অমানুষিক ও অমানবিক পুলিশ তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
তিনি আরো বলেন, আহত আলেম রইস উদ্দিন মৃত্যুর পূর্বে পুলিশের গাড়িতে পানি চাইলেও তাকে পানি দেওয়া হয়নি।
বিবৃতিতে আল্লামা রইস উদ্দিনকে হত্যার সঙ্গে জড়িত সকলকে খুনি ও অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানান ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
এছাড়াও গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় দেশের সকল মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।