বুধবার , ১২ ফেব্রুয়ারী ২০২৫ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন

প্রতিবেদক
Prothom Bangla
ফেব্রুয়ারী ১২, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন

পটুয়াখালী প্রতিবেদক, প্রথম বাংলা

পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে কাফি লিখেছেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম ও করছি। নিরাপত্তা পাইনি।’

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানান, রাত সোয়া ২টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। সর্বোচ্চ প্রচেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে বাড়ির রান্নাঘর পুড়ে গেছে, তবে কেউ আহত হয়নি।

২০১৯ সাল থেকে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করছেন কাফি। বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিওর মাধ্যমে সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রতিবাদ করেন তিনি। তার ব্যঙ্গাত্মক ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

সম্প্রতি বইমেলায় কাফির উপস্থিতি নিয়ে সমালোচনা চলছে। এক ভিডিওতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যেভাবে পারছেন, সমালোচনা করছেন। একটি নাটকের ক্লিপ থেকে স্ক্রিনশট নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি, এটি এত বড় বিষয় হওয়ার কথা নয়। এরপরও আমি দুঃখ প্রকাশ করেছি।

এদিকে স্থানীয়রা ও অনলাইন প্ল্যাটফর্মে কাফির সমর্থকরা এই আগুন লাগার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তারা বলছেন, এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা দরকার।

সর্বশেষ - রাজনীতি