শুক্রবার , ২১ ফেব্রুয়ারী ২০২৫ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

অপারেশন ডেভিল হান্ট:বিভিন্ন অপরাধে মোহাম্মদপুরে গ্রেফতার ৯

প্রতিবেদক
Prothom Bangla
ফেব্রুয়ারী ২১, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

গত ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে অপারেশন ডেভিল হান্টে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

গ্রেফতাররা হলেন- কাটুন (২৪), বিল্লাল (৩২), বিল্লাল (৪২), আল আমিন (২৪), মেহেদী হাসান (১৯), মো. হোসেন (২৩), মো. মিরাজ (২৬), মমিনুল ইসলাম (২০) ও সাব্বির (১৮)।

এ কে এম মেহেদী হাসান বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্টে রাতব্যাপী বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র আইন, দ্রুত বিচার আইন, সন্ত্রাসবিরোধী আইন ও ডাকাতির মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে খুন ও অস্ত্র আইনে ৫ জন, দ্রুত বিচার আইনে একজন, জিআর পরোয়ানায় একজন, সন্ত্রাসবিরোধী আইনে একজন ও ডাকাতি মামলায় একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি