শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

পেহেলগাম হামলার সন্দেহভাজন:জম্মু ও কাশ্মীরে পাঁচ সন্ত্রাসীর বাড়ি ধ্বংস

প্রতিবেদক
Prothom Bangla
এপ্রিল ২৬, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, প্রথম বাংলা

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর, কাশ্মীর উপত্যকায় লস্কর-ই-তৈয়বার (এলইটি) পাঁচ সক্রিয় সন্ত্রাসীর বাড়ি ধ্বংস করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শোপিয়ান, কুলগাম এবং পুলওয়ামায় পরিচালিত এই অভিযানে এলইটি কমান্ডার শহীদ আহমেদ কুট্টেসহ একাধিক শীর্ষ সন্ত্রাসীর বাড়ি টার্গেট করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শোপিয়ানের ছোটিপোরা গ্রামে শহীদ আহমেদ কুট্টের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, কুট্টে গত কয়েক বছর ধরে সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় এবং দেশবিরোধী অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। কুলগামের মাতালামে জাহিদ আহমেদের বাড়ি ও পুলওয়ামার মুরানে আহসান উল হকের বাড়িও ধ্বংস করা হয়।

আহসান ২০১৮ সালে পাকিস্তানে সন্ত্রাসী প্রশিক্ষণ নিয়ে সম্প্রতি উপত্যকায় ফিরে আসে, যা নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ ছাড়াও এহসান আহমেদ শেখ ও হারিস আহমেদের বাড়িগুলিও ভেঙে ফেলা হয়।

গত বৃহস্পতিবার রাতে আদিল হুসেন থোকার ও আসিফ শেখ নামের দুই সন্ত্রাসীর বাড়িও বিস্ফোরণে ধ্বংস করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই সকল সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, অনন্তনাগ পুলিশ পহেলগাম হামলায় জড়িত সন্দেহে আরও দুই পাকিস্তানি নাগরিক-হাশিম মুসা ওরফে সুলেমান এবং আলী ভাই ওরফে তালহা ভাই এর স্কেচ প্রকাশ করেছে এবং তাদের ধরতে তথ্যদাতার জন্য ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে।

ঘটনার পর থেকে পুরো এলাকাজুড়ে সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজনীতি