সোমাবার , ২৪ মার্চ ২০২৫ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

জীবনের ইনিংসে সকাল থেকে তামিমের লড়াই

প্রতিবেদক
Prothom Bangla
মার্চ ২৪, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ন

ক্রিড়া প্রতিবেদক, প্রথম বাংলা

বাংলাদেশ ক্রিকেট তো বটেই, বলতে গেলে আজ সোমবার দিনের দেশের সবচেয়ে বড় খবর তামিম ইকবালের অসুস্থতা। মৃত্যুর সঙ্গে লড়াই করা তামিম এখন কিছুটা স্বাভাবিক হলেও এখনও আশঙ্কামুক্ত নন। আছেন নিবিড় পর্যবেক্ষণে।

টস করতে আসেন তামিম

অন্যান্য দিনের মত স্বাভাবিকভাবেই দিনের শুরুটা করেছিলেন তামিম। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচের জন্য মোহামেডানের অধিনায়ক হিসেবে এসেছিলেন সাভারের বিকেএসপির মাঠে টস করতে। তবে তামিম জানতেনও না যে কিছুক্ষণ পরেই তার জীবনে নেমে আসবে অন্ধকার। এর পর থেকেই শুরু হয় তামিমের বেঁচে থাকার লড়াই। রীতিমতো মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন দেশসেরা এই ওপেনার।

অস্বস্তির কারণে নামেননি ফিল্ডিংয়ে

টস হেরে মাঠে নামে মোহামেডান। তবে দলের সঙ্গে ফিল্ডিংয়ে নামেননি অধিনায়ক তামিম। ড্রেসিং রুমের সকলকে জানান নিজের অস্বস্তির কথা। ক্রমেই অবস্থা খারাপ হতে থাকলে তাকে হেলিকপ্টারে করে ঢাকা আনার পরিকল্পনা করা হয়। তবে ঢাকায় আনার মত সময়টুকু তামিম বেঁচে থাকবেন কিনা এই শঙ্কায় তাকে স্থানীয় কেপিজি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কিছুক্ষণের জন্য পালস পাওয়া যায়নি তামিমের

বিষয়টা এত বড় রূপ ধারণ করবে তা তামিমও প্রথমে বুঝতে পারেন নি। তার অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয় প্রথমে গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ওষুধ খেয়েছিলেন তামিম। প্রাথমিক অবস্থায় প্রথম দফায় হাসপাতাল থেকে ফেরার পর পুনরায় অবস্থার অবনতি হয়। অবস্থা এতটাই খারাপ হয় যে হাসপাতালে যাওয়ার পর কিছুক্ষণের জন্য তামিমের কোনো পালস পাওয়া যায়নি বলেও জানান বিকেএসপির কোচ মন্টু দত্ত। তিনি জানান তামিম নিজের অবস্থা বুঝতে পেরে নিজেই হেলিকপ্টারের পরিবর্তে দ্রুত হাসপাতালে যাওয়ার কথা বলেন।

তামিমকে নিয়ে চিকিৎসকদের বক্তব্য

সংশ্লিষ্ট হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, ‘উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করা হয়েছে। স্টেটিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনো উনি পর্যবেক্ষণে আছে, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।’

বিসিবির বোর্ড সভা স্থগিত

এর আগে তামিমের অসুস্থতার কারণে স্থগিত করা হয় বিসিবির ১৯ তম সভা। বোর্ডের সকল কর্মকর্তারা ছুটে যান তামিমকে দেখতে। সেখানে হেলিকপ্টার যোগে আসেন তামিমের স্ত্রী, ভাই এবং চাচা আকরাম খান।

তামিমের সর্বশেষ পরিস্থিতি

তামিমের শারীরিক অবস্থা এখন আগের তুলনায় অনেকটাই ভালো বলে জানানো হয়েছে। অনেক আগেই জ্ঞান ফিরেছে তার। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে এখনো তিনি আশঙ্কামুক্ত নন। তাই ২৪ ঘণ্টার অবজারভেশনে রাখা হয়েছে। তবে ডাক্তাররা আশাবাদী এক দিনের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অপরাধীদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘রাজনৈতিক সংস্কার না হলে, অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়’

দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি সর্বজনীন উৎসব: প্রধান উপদেষ্টা

জুলাই-আগস্টে নিহতের সংখ্যা ১৪০০, আশঙ্কা জাতিসংঘের

বারিধারায় আত্মীয়ের বাসা থেকে আটক দীপু মনি

ভয়েস আর্টিস্ট্রি অ্যাওয়ার্ড পেলেন প্রফেসর ড. মো. জুলফিকার আলী

আয়নাঘরের চেয়েও ভয়াবহ:৮ গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে গুম কমিশন

যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

কাকাতো ভাইদের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

মধ্যরাতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা