মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারী ২০২৫ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

শৈলকুপায় চরমপন্থি নেতাসহ ট্রিপল মার্ডার, সন্দেহভাজন ২ জন আটক

প্রতিবেদক
Prothom Bangla
ফেব্রুয়ারী ২৫, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

ঝিনাইদহ জেলার শৈলকুপায় গুলিতে চরমপন্থি নেতাসহ চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

আশিকুর রহমান জানান, ঝিনাইদহে তিনজনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুজনকে আটক করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-৬ এর আভিযানিক দল। খুনের ঘটনায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের নাম আবু সাঈদ (৩৯) ও আনারুল ইসলাম রাজ (৩৬)।

এর আগে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় দিকে রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলি করে ও কুপিয়ে ৩ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনদিন পর (২৪ ফেব্রুয়ারি) অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন নিহত হানিফের ছোট ভাই সাজেদুল ইসলাম ইশা।

নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ (৫২), তার শ্যালক উপজেলার শ্রীরামপুর গ্রামের লিটন (৩৭) ও কুষ্টিয়া সদর উপজেলার রাইসুল ইসলাম (২৭)।

নিহতদের মধ্যে হানিফ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ও একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ছিলেন। একটি হত্যা মামলায় তিনি ফাঁসির দণ্ড থেকে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পেয়ে মুক্তি পান। পরে তিনি হরিণাকুণ্ডু উপজেলা মৎস্যজীবী লীগের পদ পান।

এদিকে একই স্থানে এর আগেও চাঞ্চল্যকর ফাইভ মার্ডারের মতো ঘটনাও ঘটেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - রাজনীতি