সোমাবার , ২ ডিসেম্বর ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং আজ

প্রতিবেদক
Prothom Bangla
ডিসেম্বর ২, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

ঢাকায় বি‌ভিন্ন মিশ‌নে দা‌য়িত্বরত বি‌দে‌শি কূটনী‌তিক‌দের সঙ্গে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে ব্রিফ কর‌বেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ব্রিফিং‌য়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করার পাশাপা‌শি ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গ তু‌লে ধরা হ‌বে।

সোমবার (২ ডি‌সেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনী‌তিক‌দের ব্রিফ কর‌বেন পররাষ্ট্র উপদেষ্টা।

সোমবারের ব্রিফিং‌য়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসব সংবাদকে অসত্য বলে দাবি করে আসছেন।

সোমবার অনুষ্ঠেয় ব্রিফিংয়ে সরকারের এই বক্তব্যের পক্ষে দালিলিক প্রমাণ উপস্থাপন করা হবে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো জানানো হবে। পাশাপাশি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের হামলা শুরু করা এবং আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা। এ ঘটনায় দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও কোনো পাল্টা আক্রমণের ঘটনা না ঘটার বিষয়টিও তুলে ধরা হবে।

সর্বশেষ - রাজনীতি