নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা
দুর্গাপূজায় এক দিনের ছুটি বাড়ানোয় ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাওয়ার কথা ছিলো সরকারি চাকরিজীবীদের। বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর (রোববার)। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে।
এদিকে মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আগামী বৃহস্পতিবার একদিনের ছুটি বর্ধিত করার ঘোষণা করার কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এতে টানা চার দিনের ছুটির কবলে পড়ছে সরকারি সকল অফিস।