শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

কালীগঞ্জে দোকানে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদক
Prothombangla.news
অক্টোবর ৫, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন
কালীগঞ্জে দোকানে দুর্ধর্ষ ডাকাতি

পঙ্কজ সরকার নয়ন, নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমিলিয়ায় ব্যাটারির দোকানে দুর্ধর্ষ ডাকাতি। এ ঘটনায় দোকানীকে বেঁধে দোকান থেকে নতুন ১৯টি এবং ১১৮টি পুরাতন ব্যাটারিসহ নগদ ১ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল।

শুক্রবার (০৪ অক্টোবর) আনুমানিক রাত ৪টার দিকে এই ডাকাতির ঘটানা ঘটে।

দোকান মালিক মো: হাবিবুর রহমান প্রথাম বাংলা নিউজকে বলেন, কয়েকদিন যাবত দিন-রাত বৃষ্টি হচ্ছে। রাস্তায় লোকজন কম থাকে, তাই সারাদিনের কাজ-কর্ম ঘুছিয়ে রাত ২টার দিকে ঘুমাতে যাই। প্রতিদিনের ন্যায় বিছানা-পাতি ঘুছিয়ে ঘুমাতে ঘুমাতে রাত ২.৩০ বাজে।

আনুমানিক রাত ৪টার দিয়ে প্রথমে সামনের সাটারের ২টা তালা কাটে। তালা কাটার পরে দোকানের গ্রিল কেটে দোকানে প্রবেশ করে আমাকে জিম্মি করে ফেলে। ২জনে ধরে হাত-পা বেঁধে মাথার বালিশ ও তোষক দিয়ে আমার মুখ চাপা দেয়। চালায় অমানুষিক নির্যাতন, নিয়ে যায় আমার ব্যহারের মোবাইলটাও।

তারপর, একে একে আমার দোকানে নতুন-পুরাতন মিলিয়ে ৩৭টা ব্যাটারি এবং নগদ ১ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে ডাকাত দল পিকাপে করে পালিয়ে যায়। আমার অনেক ক্ষতি হয়ে গেল।

সকাল হলে থানায় যোগাযোগ করলে, আমাকে লিখিত অভিযোগ জানাতে বলে।

তুমিলিয়া ইউনিয়ন বাসিন্দা দিপন ঢারভিস পাশা প্রথম বাংলাকে বলেন, কিছুদিন হলো তুমিলিয়া ইউনিয়নে চুরি ডাকাতির প্রবনতা অনেক বাড়ছে। আমার প্রোজেক্ট থেকে সিট চুরির ঘটনাও ঘটছে, কালীগঞ্জের প্রশাসনের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় এরা আরো বেপরোয়া হয়ে ওঠবে।

এছাড়া আরও বলেন, এলাকার লোকজনই এসব করছে, কারণ এখন চেয়ারম্যান, মেম্বার না থাকায় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ পুলিশ নির্ভর হওয়াতে চোর ডাকাতের উপক্রম বেড়ে গেছে।

কালীগঞ্জ থানায় যোগাযোগ করলে কল রিসিব করেনি।

(প্রথম বাংলা/০৫অক্টোবর/এনএস)

সর্বশেষ - রাজনীতি