চট্টগ্রাম প্রতিবেদক, প্রথম বাংলা
কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে বদিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারেরর বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ আব্দুর রহমান বদিকে নগরীর জিইসি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।