শুক্রবার , ২৩ অগাস্ট ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Prothom Bangla
অগাস্ট ২৩, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে রিমান্ডের এ আবেদন করে নিউমার্কেট থানা পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে তার রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
অন্যদিকে এডভোকেট ফিরোজ আলম, শেখ শারমিন সুলতানা, জোবায়দা পারভীন মেননের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। পরে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। এরপর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি