শনিবার , ২৪ অগাস্ট ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৪৯ লাখ মানুষ, মৃতের সংখ্যা ১৮

প্রতিবেদক
Prothom Bangla
অগাস্ট ২৪, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

চলমান বন্যায় দেশের ১১টি জেলা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই বন্যায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। এসব জেলায় বন্যাকবলিত হয়ে মারা গেছেন ১৮ জন।

শনিবার (২৪ আগস্ট) সকালে এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, আকস্মিক বন্যায় দেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার ৭৭টি উপজেলা এবং ৫৮৭টি ইউনিয়ন বা পৌরসভা প্লাবিত হয়েছে। এই ১১ জেলায় মোট ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮ পরিবার পানিবন্দি। যাতে মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন।

নিহত ১৮ জনের মধ্যে কুমিল্লায় ৪, ফেনী ১, চট্টগ্রাম ৫, নোয়াখালী ৩, ব্রাহ্মণবাড়ীয়া ১, লক্ষ্মীপুর ১ ও কক্সবাজার ৩ জন।

সর্বশেষ - রাজনীতি