শুক্রবার , ২৩ অগাস্ট ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

বন্যাদুর্গত ১২ জেলার ১৪ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না: বিটিআরসি

প্রতিবেদক
Prothom Bangla
অগাস্ট ২৩, ২০২৪ ১:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

বন্যাদুর্গত ১২ জেলার ১৪ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না। এসব জেলার ১২ হাজার ২৫০টির মধ্যে ১ হাজার ৮০৭টি টাওয়ার অচল হয়ে পড়েছে। সচল রয়েছে ১০ হাজার ৪৪৩টি টাওয়ার। এরমধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ফেনীর। এ জেলার ৯০ শতাংশ মোবাইল নেটওয়ার্কের টাওয়ার কাজ করছে না। এতে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলার প্রায় সব এলাকা।


শুক্রবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।


বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী—বন্যাদুর্গত ১২ জেলার ১৪ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না। এসব জেলার ১২ হাজার ২৫০টির মধ্যে ১ হাজার ৮০৭টি টাওয়ার অচল হয়ে পড়েছে। সচল রয়েছে ১০ হাজার ৪৪৩টি টাওয়ার।
তিনি জানান, সবচেয়ে বেশি মোবাইল টাওয়ার অচল অবস্থায় রয়েছে ফেনী ও নোয়াখালী জেলায়। ফেনীর ৯০ শতাংশ আর নোয়াখালীর ৩৩ শতাংশ টাওয়ার কাজ করছে না।


এ দিকে বন্যাকবলিত বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় টাওয়ারগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। জেনারেটর ব্যবহার করে টাওয়ার সচল রাখার চেষ্টা চলছে। এ ছাড়া বন্যার কারণেও অনেক টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।


মোবাইল ফোন সেবা ব্যাহত হওয়ায় বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া স্বজনদের সঙ্গে অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছেন। পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আকুতিও জানাচ্ছেন অনেকে।
একদিকে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল; তার সঙ্গে যোগ হয়েছে ভারতের ত্রিপুরা থেকে ছুটে আসা পানির তোড়। সব মিলিয়ে দেশের পূর্বাঞ্চলের সিংহভাগ এলাকা এখন পানির নিচে। কোথাও কোমরপানি, কোথাও ঘরের চালা ছুঁই ছুঁই। তলিয়েছে সড়ক-মহাসড়ক, রেলপথও। ডুবেছে ফসলের মাঠ, ভেসে গেছে চাষের মাছ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আকস্মিক এই বন্যায় কী করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে—তাৎক্ষণিকভাবে বুঝে ওঠাই মুশকিল হয়ে গেছে সাধারণ মানুষের জন্য।


শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের অন্তত ৯ জেলা বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর বাসিন্দারা আকস্মিক বন্যায় পড়েছে চরম দুর্ভোগে। তিন পার্বত্য জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পাহাড়ি ঢলের সঙ্গে যোগ হয়েছে পাহাড়ধসের ঘটনা। ডুবেছে চট্টগ্রাম নগরীর অনেক সড়ক। মৌলভীবাজার, হবিগঞ্জসহ হাওরাঞ্চলের মানুষ তো বিপদে আছে আগে থেকেই। এবার নিয়ে গত তিন মাসে তৃতীয় দফায় বন্যাকবলিত হয়েছে তারা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গুম থেকে নাগরিক সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশনে ড. ইউনূসের সই

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

মৌলভীবাজারে বাঁধ ভেঙে সড়কে পানি, যোগাযোগ বিচ্ছিন্ন

স্থানীয় নির্বাচন আগে হলে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন হবে: তারেক রহমান

স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপরে উঠে পড়লেন আন্দোলনে আহতরা

আজ কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

(পর্ব-২)দূর্নীতির আখড়া, মটরযান পরিদর্শক সুমনের খুঁটির জোর কোথায়!

জুলাই-আগস্টে নিহতের সংখ্যা ১৪০০, আশঙ্কা জাতিসংঘের

‘জনগণের রায়ে গঠিত সংসদই সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম’

‘চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না’- বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’ বিষয়ে যাত্রীরা