মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারী ২০২৫ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের সহকারী প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রতিবেদক
Prothom Bangla
ফেব্রুয়ারী ১১, ২০২৫ ৯:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাত করেছেন বিশ্বব্যাংকের সহকারী প্রেসিডেন্ট মার্টিন রেইসার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অতিথি ভবন যমুনায় এক বৈঠকে বাংলাদেশ সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন জানাতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সাক্ষাতে তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশের প্রধান সংস্কার কার্যক্রমের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে কর প্রশাসন, স্বচ্ছতা, শাসন ব্যবস্থা এবং ডিজিটালাইজেশন সংস্কার।

বিশ্বব্যাংক সহকারী প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে স্বচ্ছতা ও শাসন ব্যবস্থার উন্নতি করতে সহায়তা করছে, যার মধ্যে রয়েছে কর নীতি এবং প্রশাসন, সরকারি ক্রয় এবং পরিসংখ্যান সহ গুরুত্বপূর্ণ সংস্কার।

তিনি আরও বলেন, এই সংস্কারগুলো বাংলাদেশে গণতান্ত্রিক পরিবর্তন এবং ভবিষ্যৎ সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যতে সুষম উন্নয়নের ভিত্তি তৈরি করবে এবং জনগণ ও ব্যবসায়ীদের বাংলাদেশি প্রতিষ্ঠানের সততার উপর আস্থা বাড়াবে।

তিনি কর প্রশাসন এবং কর নীতির আলাদা করার জন্য আহ্বান জানান যাতে রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা এবং শাসন ব্যবস্থা উন্নত করা যায়। এছাড়া রেইসার বলেন, কর অব্যাহতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হতে হবে সংসদ।

প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক এক মতবিনিময় কমিশন প্রতিষ্ঠার কথা তুলে ধরেন, যার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে আলোচনা করা হবে।

রেইসার উল্লেখ করেন, সরকারি ক্রয় ব্যবস্থার উন্নতি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতা নিশ্চিত করা জরুরি, যাতে তথ্যের মান উন্নত হয় এবং সঠিক নীতি নির্ধারণ সম্ভব হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত