বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: আইজিপি

প্রতিবেদক
Prothom Bangla
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

আসন্ন দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টুরিস্ট পুলিশের সদরদফতরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশে পূজা হয়ে আসছে। এর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থায় থাকবে। দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

এক প্রশ্নের জবাবে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই। তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

পূজার সময় কোথাও কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ময়নুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের অন্তত ৫০০ থানায় হামলা, ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে বলে জানান আইজিপি। তিনি বলেন, এরই মধ্যে গাড়ি রিপ্লেস করা হয়েছে। থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ - রাজনীতি