নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের তথ্য আগামীকালের (রোববার) মধ্যে জানাতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবীর।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আহমেদুল কবীর বলেন, ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের প্রায় সবার শরীরে ইনফেকশন হচ্ছে, যা তাদের মৃত্যুঝুঁকিতে ফেলছে। আহত সব আন্দোলনকারীর সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও জানান তিনি।
স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করতে হবে জানিয়ে অতিরিক্ত মহাপরিচালক বলেন, ধাপে ধাপে রাজধানীসহ দেশের সব বেসরকারি হাসপাতালে পরিস্থিতি যাচাই করা হবে। আজ থেকে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতের পরিবর্তনের কাউন্টডাউন শুরু।
তিনি বলেন, চিকিৎসা পেতে কোনো বৈষম্য চাই না। অনেকে হাঁচি-কাশিতেও সিঙ্গাপুরে যান, আর অনেকে ন্যূনতম চিকিৎসা পান না।
স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা বলেন, যখন আপনার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, যখন আপনার মতামতকে প্রাধান্য দেওয়া হয় তখনই পরিবর্তন করা সম্ভব হয়। গত চার বছর আমরা বলেছি আমাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে। স্ট্র্যাটেজিক কেনাকাটা করতে হবে, যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে। সেগুলো হয়নি।
তিনি আরও বলেন, এখন আমরা মনে করি স্বাস্থ্যে কাজ করার উপযুক্ত সুযোগ এসেছে। আমরা একটা কথা বলতে চাই, যে জায়গায় আছেন সঠিকভাবে কাজ করুন।