সোমাবার , ২৬ অগাস্ট ২০২৪ | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Prothom Bangla
অগাস্ট ২৬, ২০২৪ ৪:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

বাংলাদেশ একটি বৃহৎ পরিবার জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের।

ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ধরনের ভয় ছাড়াই সবাই তাদের ধর্ম পালন করতে পারবে এবং কোনো মন্দির পাহারা দিতে হবে না।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের কাজ প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।

বিজ্ঞাপন
আমাদের দেশে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা জাতির সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের জন্য ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ চেয়েছেন।

হিন্দু নেতারা বলেন, তারা দেশের বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করেছে। ওই সব অঞ্চলে খাদ্য ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন।

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রশংসা করে তারা বলেন, এটি দেশে একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সহায়তা করবে।

তারা হিন্দু মন্দিরের জমিসহ হিন্দু সম্পত্তি দখলের প্রসঙ্গ তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ ও মনীন্দ্র কুমার নাথ, ইসকনের চারুচরণ ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর ও সন্তোষ শর্মা এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রীতি চক্রবর্তী।

সর্বশেষ - রাজনীতি