লেখক: সৈয়দ আল্লামা ইমাম হায়াত
অনেকে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে এবং বিশেষভাব বাংলাদেশের সাম্প্রতিক গঠিত একটি দল সম্পর্কে জানতে চেয়েছেন, তাই লিখছি।
কারন রাজনীতি বুঝার সাথে জীবন বুঝা জড়িত, রাজনৈতিক দল কোন মত পথ আদর্শ বা কোন মতবাদের ভিত্তিতে তা না জেনেই সমর্থন বা বিরোধীতা উভয়ই ঈমান ধ্বংসাত্মক- সবার ধর্মের জন্য ধ্বংসাত্মক- জীবন ধ্বংসাত্মক- রাষ্ট্র ধ্বংসাত্মক হতে পারে।
সম্প্রতি সরকারী সহায়তায় ক্ষমতাসীন বিভিন্ন গ্রুপের একটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে।
দল নতুন কিন্তু যে রাজনৈতিক মতবাদের ভিত্তিতে দল তৈরি হয়েছে সে মতবাদ নতুন নয়, সে রাজনীতিও নতুন নয়। নতুন মোড়কে চলমান বিভিন্ন ধারার গতানুগতিক রাজনীতিরই একটি দল।
নতুন দল আর নতুন রাজনীতি এক বিষয় নয়। বর্তমান সময়ে গতানুগতিক গোষ্ঠীতান্রিক অশুভ রাজনীতির বাইরে দুনিয়ায় নতুন রাজনীতির নতুন দল হিসেবে একমাত্র বিশ্ব ইনসানিয়াত বিপ্লব World humanity revolution ছাড়া আর কিছু প্রমাণ করা সম্ভব নয়।
উল্লেখ্য যে, বর্তমান দুনিয়ায় চলমান ধারার কোনো রাজনীতিই মানবতার রাজনীতি নয়, মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি অশুভ স্বৈররাজনীতি।
মানবতার রাজনীতি শুধু শব্দ বা নাম নয় মানবজীবনের অবিচ্ছেদ্য চিরন্তন প্রাকৃতিক নীতি যা এ সময়ের সর্বাধুনিক রাজনীতি, যা অস্বীকার করলে মানবজীবন ই অস্বীকার হয়ে যায়।
এছাড়া ক্ষমতার বলয়ে থেকে তৈরি রাজনৈতিক দলের নৈতিক ভিত্তিরও প্রশ্ন থেকে যায়। ক্ষমতার বলে রাজনৈতিক দল করার মত সহজ কাজ আর কিছুই দুনিয়ায় নেই।
সুবিধাবাদি নীতিহীন লোকেরা ক্ষমতাসীনদের কৃপা লাভের জন্য উম্মূখ হয়ে থাকে এবং দলে দলে তাদের দলে ভীড় করে।
ক্ষমতার বলে তৈরি করা রাজনৈতিক দল কখনোই জনগণের দল হয় না এবং গণতন্ত্রের রক্ষক হয় না।
ক্ষমতার বলে তৈরি করা রাজনৈতিক দল জন্মগত স্বৈররাজনীতির দল হয়, কারন জনগণ নয় রাষ্ট্রক্ষমতাই তাদের উৎস ও ভিত্তি।
ক্ষমতার বলে তৈরি করা সব রাজনৈতিক দলের মূল দর্শন ক্ষমতার লোভ এবং রাষ্ট্র জবরদখল।
ক্ষমতার বলে তৈরি করা রাজনৈতিক দল কখনোই জনগণের কল্যাণ করতে পারেনা। দুনিয়ার ইতিহাস তার প্রমাণ।
ক্ষমতার বলে তৈরি করা সব রাজনৈতিক দল কেবল সুবিধাবাদি নীতিহীন ও দালাল টাইপের লোকদের আখড়া হয়।
ক্ষমতার বলে ক্ষমতায় থেকে বা ক্ষমতার আশীর্বাদে তৈরি করা যে কোনো রাজনৈতিক দল দৃশ্যমান যত বিশাল হোক ইতিহাসের অগ্নিপরীক্ষায় সম্পূর্ণ কৃত্রিম দল।
পদে না থাকলেও ওরা কয়েক গ্রুপই বর্তমানে ক্ষমতা কুক্ষিগত করে আছে।
ক্ষমতার বাইরে বা বিরুদ্ধে থেকে স্বৈরক্ষমতার জুলুমের মূখে তৃণমূল থেকে গণতন্ত্র ও মানবতার নীতি আদর্শ মূল্যবোধ বিশ্বাস ভিত্তিক রাজনৈতিক দল ই কেবল মানবতা ও রাষ্ট্রের মুক্তি আনতে পারেন আর কেউ কিছুই নয়।
ক্ষমতার যাদুর বলে একদিনেই কোটি লোকের বিশাল রাজনৈতিক দল করা কিছুই না,
কিন্তু ক্ষমতার বাইরে থেকে অশুভ ক্ষমতার স্বৈরতা মোকাবিলা করে ত্যাগী খাঁটি মানুষের নেতৃত্ব ও জনগণের রাজনৈতিক দল তৈরি করা দুনিয়ার সবচেয়ে কঠিন সাধনার বিষয় ও জীবনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিপজ্জনক বিষয় এবং তা কেবল মানবতার সাধকদের দিয়েই সম্ভব, যাঁদের মনস্তাত্ত্বিক গঠন ক্ষমতা ভিত্তিক নয় মানবতার মুক্তিসাধনার এবাদাত ভিত্তিক।
তারপরও কোন দলের মৌলিক রাজনীতি কি তা জনগণের জানার আগ্রহ ও প্রয়োজনে বিশ্লেষণ প্রয়োজন। তবে রাজনৈতিক দল বুঝার আগে রাজনীতির বিভিন্ন ধারা বুঝতে হবে। রাজনীতি বুঝতে হলে বিভিন্ন রাজনীতির অভ্যন্তরীণ মূল মতবাদ ও দর্শন বুঝতে হবে।
রাজনীতির সাথে জীবনের আত্মিক- রাজনৈতিক- মানবিক- অর্থনৈতিক ও ধর্মের বিষয় সরাসরি জড়িত।
জীবন ভিত্তিক মানবতার রাজনীতি আর জীবনবিরুদ্ধ ও মানবতাবিধ্বংসী দুই ধারার রাজনীতি না বুঝলে কোনো রাজনীতি ও রাজনৈতিক দলের ধারাপ্রকৃতি বুঝা যাবেনা।
রাজনীতি সত্য বা মিথ্যা ভিত্তিক হতে পারে।
রাজনীতি ন্যায় বা অন্যায় ভিত্তিক হতে পারে।
রাজনীতি মানবতাভিত্তিক বা মানবতাবিরুদ্ধ হতে পারে।
রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের কল্যাণ ভিত্তিক বা একক গোষ্ঠীবাদি ও সব মানুষের বিরুদ্ধে মানবতাবিধ্বংস হতে পারে।
রাজনীতি জীবন রক্ষার রাজনীতি হতে পারে আবার জীবনের বিপরীত খুন জুলুম সন্ত্রাস স্বৈরদস্যুতার স্বৈররাজনীতিও আছে।
সব মানুষের অধিকার রক্ষার মানবতার রাজনীতি যেমন আছে তেমনি অধিকার স্বাধীনতা ইজ্জত হরনের স্বৈরদস্যুতান্ত্রিক রাজনীতিও আছে।
রাজনীতি ধর্মের নির্দেশিত মানবিক সাম্য ও মানবিক ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে হতে পারে আবার ধর্মের নামেও ধর্ম ধ্বংসাত্মক ধর্মের নামে ধোকার রাজনীতিও হতে পারে।
রাজনীতি সর্বশ্রেষ্ঠ এবাদত হতে পারে আবার স্রষ্টা ও সৃষ্টির বিরুদ্ধে চরম যুদ্ধ চরম পাপাচার চরম অপরাধের রাজনীতিও আছে এবং চলছে।
মানবতার রাজনীতির বিপরীত সকল রাজনীতি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি। মানবতার রাজনীতি ইসলাম ও সব ধর্মের মানবিক মূল্যবোধের ধারক রাজনীতি।
মানবতার রাজনীতি না বুঝা মানবজীবন বুঝতেই অক্ষমতা।
মানবতার রাজনীতি না বুঝা জীবন ও জগতের দয়াময় স্রষ্টাভিত্তিক প্রকৃত ধর্ম বুঝতেও অক্ষমতা।
একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির সমর্থন মানবজীবন বুঝতে অক্ষমতা এবং জীবনের বিপরীত ধারা মানবতাবিধ্বংসী ধারা বুঝতে অক্ষমতা।
রাজনীতি বুঝার সাথে সত্য ও মিথ্যার ধারা বুঝা এবং সত্য ও মিথ্যার সংঘাত বুঝা জড়িত। রাজনীতি বুঝার সাথে মানবতা ও পাশবতার সংঘাত বুঝা জড়িত।
রাজনীতি বুঝার সাথে ধর্ম ও ধর্মের নামে অধর্ম বুঝার বিষয় জড়িত।
রাজনীতির দর্শন ও চরিত্রের উপর মানুষ বা অমানুষ হওয়া এবং সমাজ ও রাষ্ট্র মানবতা না পাশবতার ধারা ভিত্তিক হবে তা নির্ভর করে।
নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার নাকি বিপরীত ধারার সমাজ ও রাষ্ট্র হবে তা রাজনীতির দর্শন ও চরিত্রের উপরই নির্ভর করে।
প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই জীবন ও সমাজ এবং রাষ্ট্র ও দুনিয়ার সবকিছুর প্রধান নিয়ন্ত্রক বিষয়।
বর্তমান সময়ে দুনিয়ায় হাজার হাজার রাজনৈতিক দল থাকলেও রাজনীতির কেবল দুটি ধারা চলছে।
বাহ্যিক কিছু ভিন্নতা এবং কাজের কৌশল ও পদ্ধতি ভিন্ন হলেও কিম্বা স্বার্থের দ্বন্দ্ব থাকলেও এ সময়ের প্রতিটি রাজনৈতিক দল ই এই দুই রাজনীতির ই ধারা অথবা এই দুই ধারার মিশ্রণ।
আর সারা দুনিয়ায় চলমান রাজনীতির একটি ধর্মের নামে ধর্মের প্রকৃত শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির ধারা, আরেকটি বস্তুবাদি মতবাদ থেকে উদ্ভূত বস্তুবাদি উগ্র কট্টর জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি। কিছুকাল আগে রাজনীতির আরো একটা ধারা ছিলো সমাজতান্ত্রিক রাজনীতি যা এখন তেমন উল্লেখযোগ্য অবস্থায় নাই।
রাজনীতির উপরোক্ত তিনটি ধারাই জীবনবিরুদ্ধ ও জীবনের সত্যবিরুদ্ধ এবং মানবতাবিরুদ্ধ বিষাক্ত স্বৈররাজনীতি, উপরোক্ত তিনটি রাজনীতিই মিথ্যা- অবিচার- স্বৈরতার রাজনীতি। উপরোক্ত তিনটি রাজনীতিই একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ধারা যা কোনো একক মতবাদ ও একক গোষ্ঠীর স্বার্থ ভিত্তিক যা সব মানুষের প্রতিনিধিত্বশীল নয়।
একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানেই অন্য সকল মানুষের জীবন অস্বীকার এবং অন্য সকল মানুষের ধর্ম- বিশ্বাস- মত- পথ- আদর্শ- সংস্কৃতি- নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার অধিকার – নাগরিকত্ব- মালিকানা- মর্যাদা অস্বীকার ও উৎখাত করে একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র কায়েম রাখা।
দুনিয়ায় সত্য ও মানবতার বিলুপ্তি,ধর্মের নামে ধর্মের বিপরীত অধর্ম,
মানুষ মানবতার শত্রু হিংস্র পাশবিক অসৎ অমানুষ হওয়া, সকল বিভেদ বৈষম্য বিদ্বেষ বর্ডার, খুন- গুম- রাষ্ট্রীয়সন্ত্রাস- জেল- জুলুম- নির্যাতন-নিপীড়ন- ধ্বংসযজ্ঞ- উৎখাত- বাস্তুচ্যুতি- দারিদ্র্য- হাহাকার- যুদ্ধ বিগ্রহ- মানবজীবনের সকল দুর্দশা সংকটের মূলে আছে এসব একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি।
জীবনের সত্যভিত্তিক একমাত্র রাজনীতি –
সব মানুষের জীবন ভিত্তিক একমাত্র রাজনীতি-
সব মানুষের প্রতিনিধিত্বশীল একমাত্র রাজনীতি-
সব মানুষের কল্যাণ ভিত্তিক একমাত্র রাজনীতি-
সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মানবিক মর্যাদা ভিত্তিক একমাত্র রাজনীতি-
একমাত্র মানবতার রাজনীতি।
সকল সামাজিক রাষ্ট্রীয় খুন গুম সন্ত্রাস রুদ্বতা পাশবতা আতংক দস্যুতা থেকে সব ধর্মের সব মত পথের মানুষের জীবন ও সবার ধর্ম রক্ষা এবং রাষ্ট্র ও গণতন্ত্রকে একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক জবরদখল থেকে রক্ষার একমাত্র রাজনীতি-
একমাত্র মানবতার রাজনীতি।
প্রতিটি মানুষকে জীবনের স্রষ্টাপ্রদত্ত জীবনের আত্মমালিকানা ও বিশ্বমালিকানা ভিত্তিক একমাত্র রাজনীতি-
মানবতার রাজনীতি।
মানবিক সাম্য ও বিশ্বসম্পদে সব মানুষের মালিকানার ভিত্তিতে প্রতিটি মানুষের বিশ্বনাগরিকত্ব ভিত্তিক অখন্ড মানবতার অখন্ড দুনিয়ার একমাত্র রাজনীতি- মানবতার রাজনীতি।
জীবন ও জগতের দয়াময় স্রষ্টার ভালোবাসায় সব মানুষেকে ভালোবাসার রাজনীতি-
একমাত্র মানবতার রাজনীতি
মানবিক সাম্য ও মানবিক ভ্রাতৃত্ব ভিত্তিক অখন্ড মানবতার একমাত্র রাজনীতি-
জীবনের দয়াময় স্রষ্টার পক্ষ থেকে স্রষ্টার আলো মহান রাসুলের দেয়া জীবনের প্রাকৃতিক রাজনীতি-
একমাত্র মানবতার রাজনীতি।
মানবিক মানুষ, মানবতার সমাজ, মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ার রাজনীতি-
একমাত্র মানবতার রাজনীতি
মানবতার রাজনীতি-
Politics of humanity is politics of life.
Politics of humanity is the basic principle of authority of every life based on theory of life as truth of life, that life is above everything & entyity & identity of life belongs only in the name of great holy creator of life. Structure of politics of life & humanity is
state & world of universal humanity without any materialistic discrimination & inequality beyond any faith & border for all of mankind given by beloved holy Rasul sallallahu alaihi wa alihi wa sallam.
মানবতার রাজনীতির ভিত্তি ভাষা- গোত্র- দেশ -রাষ্ট্র- লিংগ- বর্ণ- বর্ডার সকল বস্তুর উর্ধে জীবনের স্রষ্টার নামে মানবসত্তা।
মানবতার রাজনীতির দর্শন সব মানুষের জীবন এবং জীবনের স্রষ্টাপ্রদত্ত সব মানুষের জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা খেলাফতে ইনসানিয়াত।
মানবতার রাজনীতির মূল কথা জীবনের দয়াময় স্রষ্টা স্রষ্টার মহান রাসুলের পক্ষ থেকে সব মানুষ স্বাধীন এবং রাষ্ট্র ও দুনিয়া এবং সম্পদ দয়াময় স্রষ্টার পক্ষ থেকে স্রষ্টার মহান রাসুলের পক্ষ থেকে সবার সব মানুষের একক গোষ্ঠীর নয় অর্থাৎ একক ধর্ম ও একক মতবাদ একক জাতির নয় সব মানুষের।
শতাব্দীর পর শতাব্দী ধরে বিলুপ্তির পর নিকট ইতিহাসে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব World humanity revolution এর মাধ্যমেই মানবসত্তার ভিত্তিতে মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতির উদয় হয়েছে।
দুনিয়াযর হাজার হাজার রাজনৈতিক দল সবই কেবল তিনটি বা চারটি রাজনীতি ভিত্তিক।
তিন বা চার গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির প্রকাশ দুনিয়ার সব রাজনৈতিক দল, সমাজ ও রাষ্ট্র।
বর্তমান দুনিয়ায় সব দেশে চলমান স্বৈরাজনীতির চার ধারা হলো
(1) ধর্মের নামে রাজনীতি ও রাজনৈতিক দল,
(2) বস্তুবাদি জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি ও রাজনৈতিক দল,
(3) উপরোক্ত এক ও দুইএর মিক্সার ধারা,
(4)সমাজতান্ত্রিক রাজনীতি।
বর্তমান দুনিয়ার সকল রাজনৈতিক দল যে ভাষায় যে রূপে যে পদ্ধতিতেই চলুক এই চার একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ই ধারা।
দলের নামের আগে জাতীয় শব্দটি দলের জাতীয়তাবাদি মতবাদের পরিচয় বহন করে।
রাষ্ট্র আর জাতি এক মনে করা মিথ্যা ও মূর্খতা এবং বস্তুবাদি জাতীয়তাবাদের মতবাদ। রাষ্ট্রীয় আর জাতীয় এক নয়। রাষ্ট্রীয়কে জাতীয় বলা বা এক দেশবাসীকে এক জাতি বলা ঈমানের বিপরীত ও মানবসত্তার বিপরীত এবং মানবজাতিয়তা ও অখন্ড মানবতার বিপরীত বস্তুবাদি মতবাদ ভিত্তিক বস্তুবাদি জাতীয়তাবাদি চেতনার ধারা।
এই জাতীয়তাবাদ বর্তমানে কোনো দলের ক্ষেত্রে রাষ্ট্রীয় জাতীয়তাবাদ কোনো দলের ক্ষেত্রে ভাষাগত জাতীয়তাবাদ, আবার কোনো দলের ক্ষেত্রে গোত্রগত শ্রেনীগত আরো বিভিন্ন জাতীয়তাবাদ হতে পারে। সব জাতীয়তাবাদের উৎস বস্তুবাদি মতবাদ।
বস্তুবাদ ছাড়া জাতীয়তাবাদ হয় না। ঈমানী জাতীয়তা , বিভিন্ন ধর্মের অভ্যন্তরীণ জাতীয়তা ও মানবজাতিয়তা সকল জাতীয়তাবাদ ই বস্তুবাদি মতবাদ ভিত্তিক এবং ঈমানী জাতীয়তা ও বিভিন্ন ধর্মের অভ্যন্তরীণ জাতীয়তা এবং অখন্ড মানবজাতিয়তার বিরুদ্ধে বস্তুবাদি মতবাদের মেকানিজম।
জাতীয়তা আর জাতীয়তাবাদ ভিন্ন বিষয়, ধর্মের নামে জাতীয়তা সব ধর্মের অনুসারীদের একান্ত নিজস্ব আত্মিক বিষয়, কিন্তু সেটা যখন রাজনৈতিক জাতীয়তাবাদ রাজনৈতিক সাম্প্রদায়িক মতবাদে পরিণত হয় সেটা তখন আর ধর্মের জাতীয়তা থাকেনা, ধর্মের নামে ধর্মবিরুদ্ধ ও মানবতাবিরুদ্ধ ধারায় পরিণত হয়।
একক ধর্মের নামে ও একক বস্তুবাদি চেতনার জাতীয়তাবাদি এই চার রাজনীতিই একক গোষ্ঠীবাদি রাজনীতি ও স্বৈররাজনীতি এই জন্য যে তারা তাদের নিজেদের বাইরে কারো জীবন অধিকার স্বাধীনতা স্বীকার করে না বরং অস্বীকার ও উৎখাত করে।
কোনো একক গোষ্ঠীবাদি রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্ব করেনা কেবল গোষ্ঠীস্বার্থে অন্য সবার বিরুদ্ধে কাজ করে এবং অন্য সব মানুষের বিরুদ্ধেই রাষ্ট্রকে ব্যবহার করে, অন্য সবার ক্ষতি করে।
একক গোষ্ঠীবাদি রাজনীতির এই চার ধারা স্বৈররাজনীতি এই জন্য যে-
রাষ্ট্রক্ষমতার বলে বলপূর্বক উৎখাত করে, এই চার স্বৈররাজনীতির ধারা রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে নিজেদের ধর্মের নামে নিজেদের দলীয় মতবাদ বা জাতীয়তাবাদের নামে বস্তুবাদ ও নিজেদের দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে অন্য সব মানুষের ধর্ম মতপথ মতবাদ আদর্শ সংস্কৃতি জীবন নিষিদ্ধ করে মানবাধিকার ধ্বংস করে। সত্য ও মানবতার বিরুদ্ধে রাষ্ট্রীয়সন্ত্রাস স্বৈরদস্যুতার মাধ্যমে রাষ্ট্রকে কারাগার- কসাইখানা- মানবতার বধ্যভূমিতে পরিণত করে সকল গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ধারা।
এই চার স্বৈররাজনীতির বাইরে বাইরে মানবজীবনের অবিচ্ছেদ্য প্রাকৃতিক রাজনীতির ধারা একমাত্র সর্বজনীন মানবতার রাজনীতি যা বর্তমানে বিলুপ্ত।
World humanity revolution বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে মানবতার রাজনীতির ঐতিহাসিক পূণরুজ্জীবন ও পূণঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে।
সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা ভিত্তিক সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক মানবতার রাজনীতির ভিত্তিত মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত।
সব মানুষের সমান অধিকার- স্বাধীনতা- নিরাপত্তা- মর্যাদা- মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও সব মানুষের বিশ্বনাগরিকত্ব ভিত্তিক মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারাপ্রবাহ মানবজাতির পিতা হজরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহাস সালাম থেকে শুরু হলেও সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার পর সত্য মানবতার মুক্তির উৎস রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবী দয়াময় রাব্বিল আলামীনের পক্ষ থেকে সমগ্র মানবমন্ডলীর জন্য করুনাধারার অংশ হিসেবে আবার পূণরুজ্জীবিত করে দান করেছেন।
জাতীয়তাবাদি মতবাদের রাজনীতি বস্তুবাদি মতবাদের রাজনীতি।
জাতীয়তাবাদের উৎস বস্তুবাদ।
মানুষে মানুষে সব বস্তুবাদি বিভেদ বিদ্বেষ বৈষম্য বিভক্তির উৎস বস্তুবাদি চেতনার জাতীয়তাবাদ।
সকল মিথ্যা মূর্খতা অবিচার রুদ্ধতা স্বৈরতার উৎস বস্তুবাদ। মানবসত্তা ও বস্তুবাদি সত্তা বিপরীত সত্তা।
জীবন ও জগতের দয়াময় স্রষ্টার নামে সকল বস্তুর উর্ধে মানবসত্তা আর জীবনের মহান স্রষ্টার পরিবর্তে বস্তুর নামে অস্তিত্ব আত্মপরিচয় জাতীয়তাবাদ ই বস্তুবাদি সত্তা।
বস্তুবাদি জাতীয়তাবাদ জীবনের সত্যের বিপরীত এবং মানবতাবিরুদ্ধ মতবাদ। জীবনকে মিথ্যায় পরিণত করে বস্তুবাদি জাতীয়তাবাদ।
বস্তুবাদি আত্মসত্তা ও বস্তুবাদি আত্মপরিচয়ের মাধ্যমে মানুষকে তার স্রষ্টার বন্ধন থেকে বিচ্ছিন্ন করে বস্তুবাদি জাতীয়তাবাদ।
মানবিক চেতনা- মানবিক বিবেকবোধ- মানবিক দৃষ্টি-মানবিক বিচারশক্তি-মানবিক ভ্রাতৃত্ব- মানবিক ভালোবাসা- মানবিক গুনাবলী বৈশিষ্ট্য সব নষ্ট করে মানুষেরর অবয়বে স্রষ্টা ও সৃষ্টির শত্রু মানবতার শত্রু অমানুষে পরিণত করে বস্তুবাদি চেতনার জাতীয়তাবাদ।
বস্তুবাদি মতবাদ ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিংগ বর্ণ বর্ডার বিভিন্ন বস্তুভিত্তিক বস্তুবাদি জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদি চেতনা এবং জাতীয়তাবাদি রাজনীতি ও রাষ্ট্র তৈরি করে মানুষের মধ্যে বস্তুবাদি জাতীয়তাবাদি বিভেদ বিদ্বেষ বৈষম্য তৈরি করে মানবিক ভ্রাতৃত্ব নষ্ট করে মানুষকে মানুষের শত্রু করে সত্য ও মানবতা ধ্বংস করে। বস্তুবাদি জাতীয়তাবাদের রাজনীতি করে বৈষম্য বিরোধী দাবি করা যায় না।
বস্তুবাদি জাতীয়তাবাদ কবুল করা মানবজাতিয়তা অস্বীকার করা।
মানবজাতীয়তা অস্বীকার হলে অখন্ড মানবতা ও মানবিক সাম্য এবং মানবিক ভ্রাতৃত্ব ও মানবতার দুনিয়া তথা সার্বিক মানবাধিকার অস্বীকার হয় এমনকি মানবজীবন ই অস্বীকার হয়।
সকল জাতীয়তাবাদি চেতনার রাজনীতিই বস্তুবাদি চেতনার রাজনীতি। বস্তুবাদি চেতনার ধারক হয়ে মুসলিম বা কোনো স্রষ্টাভিত্তিক ধর্মের অনুসারী বা মানবিক মানুষ দাবি সত্য হয় না।
বস্তুবাদি জাতীয়তাবাদ থেকেই বস্তুবাদি জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির উদ্ভব।
বস্তুবাদি জাতীয়তাবাদ যেমন ভাষাগত জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, লিংগগত জাতীয়তাবাদ, বর্ণগত জাতীয়তাবাদ ইত্যাদি বিভিন্ন প্রকার আছে যার সবগুলোই বস্তুবাদি জাতীয়তাবাদের শাখা মাত্র, তেমনি সকল জাতীয়তাবাদি চেতনার রাজনীতিই বস্তুবাদি মতবাদ ও বস্তুবাদ চেতনার রাজনীতি।
একক ধর্মের নামে ধর্মের আসল শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ও বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি সত্য ও মানবতার বিপরীত। মানবতার রাজনীতির বিপরীত কোনো রাজনীতি রাজনীতির সংজ্ঞায়ও পড়ে না।
একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি রাজনীতির নামে দস্যুনীতি।
একক ধর্ম ও একক মতবাদ বা একক গোষ্ঠীর দল হতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে পারেনা, কারন সবার সব মানুষের, রাষ্ট্র একক ধর্ম একক মতবাদ এক জাতি এক গোষ্ঠীর নয়।
একক গোষ্ঠীবাদি দলকে রাজনৈতিক দল স্বীকার করলে জীবন ও রাষ্ট্র অস্বীকার হয়, এমনকি সত্য অস্বীকার হয়ে যায়।
অনেকে ইসলাম বা কোনো ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্রকে ইসলামের রাষ্ট্র বা ধর্মের রাষ্ট্র মনে করেন যা ইসলামের নির্দেশিত রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার সম্পূর্ণ বিপরীত ও ইসলামের জন্যই ধ্বংসাত্মক।
ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র যে কোনো ধর্মের আদর্শ বিরুদ্ধ ও ধর্মের নামে রাজনৈতিক ধোকা ও ধর্মের আবেগ অনুভূতি ও নামের অপব্যবহার।
ইসলাম বা কোনো ধর্মের নামে রাষ্ট্র ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ইসলামের নামে বা ধর্মের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলাম কবরস্থ করা।
ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র তাদের কুফর খুন জুলুম রাষ্ট্রীয়সন্ত্রাস স্বৈরদস্যুতা সব অন্যায় অবিচার পাশবতা অপরাধ ধর্মের নামে চালিয়ে দিয়ে ধর্মকে ধ্বংস করা।
ধর্মের নামে রাষ্ট্র ধর্ম জবরদখল ও রাষ্ট্র জবরদখলের ষড়যন্ত্র। ধর্মের নামে রাষ্ট্র হলে স্বাধীন ধর্ম জ্ঞান বিজ্ঞান বিবেক দলিল মানবতার মুক্ত ধর্মের মৃত্যু ঘটে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ই ধর্মের নামে কায়েম করা হয়।
ইসলামের নামে রাষ্ট্র ইসলামের শিক্ষা নয়, ইসলাম চাপিয়ে দেয়ার ধর্ম নয়, ইসলাম জ্ঞান ও বিবেকের ধর্ম। দয়াময় আল্লাহ ও তাঁর মহান রাসুল প্রাণাধিক প্রিয়নবীর বিধান রাষ্ট্র ও দুনিয়া সব মানুষের এজন্য আরো অনেক অনেক কারনে ইসলামের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ইসলামের নীতিবিরুদ্ধ ও ইসলামের বিরুদ্ধে ধ্বংসাত্মক।
ইসলামের নামে রাষ্ট্র ইসলামের পবিত্র নামের অপব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র এবং রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে বাতিল মতবাদকে ইসলামের নামে চালিয়ে দিয়ে প্রকৃত ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র।
ইসলামের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ইসলামের রক্ষা ও প্রতিষ্ঠা নয় বরং ইসলামকে ডাকাতের হাতে তুলে দেয়া, ক্ষমতার বলে ইসলামের নামে ইসলামের বিপরীত যা তা চালিয়ে দিয়ে ইসলামকে উৎখাত ও ধ্বংস করা, যার নজির আই এস, তালেবান এবং আরো অনেক।
ইসলামের রাজনৈতিক দিকদর্শন আগে বুঝতে হবে। রাজনৈতিক ময়দানে ইসলামের দিশা ও পদ্ধতি কি জানতে হবে। ব্যক্তিজীবন আর বহুমাত্রিক সমাজ রাষ্ট্র বিশ্ব অধ্যায়ে ইসলামের প্রয়োগ পদ্ধতি এক নয় ভিন্ন।
ইসলামের বাইরে জীবনের কোনো সত্য ও কল্যাণ নেই। ইসলাম আত্মিক রাজনৈতিক মানবিক পূর্ণাঙ্গ দ্বীন। তবে জীবন ও জগতের সবক্ষেত্রে ইসলাম কায়েম ও বাস্তবায়নের পথ পদ্ধতি এক নয় ভিন্ন।
ইসলামের নির্দেশিত রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন মানবতার রাজনীতি। ইসলামের নামে রাজনৈতিক দল মানেই হয় ধ্বংসাত্মক অজ্ঞতা অথবা ইসলামের নামে ধ্বংসাত্মক ধোকা ও প্রতারণা।
ইসলামের নির্দেশিত রাষ্ট্রব্যবস্থা তাওহীদ রেসালাত খেলাফতে ইনসানিয়াত তথা জীবনের মৌলিক সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একমাত্র সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা- মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত।
ইসলামের মানবিক মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র ইসলামের রাষ্ট্র। রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা রাষ্ট্রের নামের সাথে ইসলামের নাম লাগিয়ে দেয়া ইসলামকে জবরদখল কুক্ষিগত করা, ক্ষমতাসীনদের অন্যায় অবিচার স্বৈরাচারের হাতিয়ার করা, ইসলামের নামে ইসলামকে হত্যা করা।
রাষ্ট্র কেবল মুসলিমদের এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ প্রাণাধিক প্রিয়নবী রাষ্ট্র ও দুনিয়া সব মানুষকে সবাইকে সমানভাবে দিয়েছেন।
ইসলামের বিধান অন্য ধর্মের অন্য মত পথ আদর্শ মতবাদের লোকদের উপর চাপিয়ে দিতে নিষেধ করেছেন। এমনকি মুসলিমদের উপরও ইসলামের নামে কোনো কিছু ক্ষমতার বলে জবরদস্তি চাপিয়ে দেয়া কোরআনুল করীমে নিষিদ্ধ।
এছাড়া ইসলামের নামে অনেক ভূয়া ইসলাম আছে, ইসলামের নামে অনেক বিপরীত বাতিল ধারা আছে। কোরআনুল করীম ও হাদিস শরীফের অনেক বিকৃত অপব্যাখ্যা আছে। যে কোনো দল বা সরকার ইসলামের নামে কোনো কিছু চাপিয়ে দিলেই সেটা ইসলাম এমন নয়।
ইসলামের নির্দেশিত একমাত্র রাষ্ট্রব্যবস্থা মানবতার রাষ্ট্র।
মানবতার রাষ্ট্র ছাড়া ইসলামের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ বলপূর্বক কায়েম করে আসল ইসলাম কবরস্থ করা হয়।
ইসলাম রাষ্ট্রনির্ভর রাষ্ট্র ভিত্তিক নয় স্বাধীন ও অসীম। ইসলামের নামে রাষ্ট্র ইসলামকে দলীয় আধিপত্যের হাতিয়ার ও কুক্ষিগত করে ধ্বংস করার সর্বনিকৃষ্ট চক্রান্ত ও প্রতারণা।
ইসলামের রাজনৈতিক দিকদর্শন ইসলামের নামে রাষ্ট্র নয়, ইসলামের রাজনৈতিক দিকদর্শন মানবতার রাষ্ট্র।
ইসলামের নামে রাষ্ট্র ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র। ইসলামের নামে রাষ্ট্র ইসলামের নামে ধোকা প্রতারণা। ইসলাম কোনো একক দলের দলীয় কুক্ষিগত বিষয় নয়। ইসলামের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ইসলামের নামের অপব্যবহার।
ইসলামের নামে নয় ইসলামের দিশা মানবতার ভিত্তিতে রাষ্ট্র হয়। আল্লাহতাআলা ও তাঁর হাবীব রাহমাতাল্লিল আলামীন ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দিতে নিষেধ করেছেন।
মানবতার রাষ্ট্র হলে জ্ঞানের মাধ্যমে চাপমুক্ত পরিবেশে সত্য তথা আসল ইসলাম বিকশিত হয়।
আপনি ইসলামের নামে রাষ্ট্র করলে অন্য ধর্মের লোক তাদের ধর্মের নামে রাষ্ট্র করার উস্কানী পাবে, ফলে জীবন অস্বীকার ও দুনিয়া সংঘাতমূলক বিপজ্জনক হয়ে যাবে এবং ক্ষমতার বলে মিথ্যার শক্তি কায়েম থাকবে।
মানবতার রাষ্ট্র মানে রাজনৈতিক ময়দান থেকে ইসলাম বা কোনো ধর্ম বা কোনো মতবাদকে বিদায় বা বাদ নয়, ক্ষমতা ভিত্তিক না করে বলপূর্বক চাপিয়ে না দিয়ে মুক্ত পরিবেশে জ্ঞানের ভিত্তিতে হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে সত্য তথা ঈমান দ্বীন জীবন খেলাফত ও ইনসানিয়াতের উপলব্ধির সুযোগ যা সত্যের স্থায়ী প্রতিষ্ঠা।
বলপূর্বক চাপিয়ে দেয়া কৃত্রিম, অস্থায়ী ও ভিত্তিহীন প্রতিষ্ঠা যা কেবল বোধহীন বোকাদের আনন্দ।
আল্লাহ প্রাণাধিক রাসুলের দরবারে সত্য ছাড় কিছুই কবুল হয় না। আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর কাছে কৃত্রিম কিছুই গ্রহণযোগ্য নয়।
মানবতার রাজনীতি ইসলামের দান। মানবতার রাজনীতি ইসলামকে বাদ নয় বরং রাষ্ট্রের উর্ধে ইসলামের প্রাকৃতিক সুপ্রতিষ্ঠা ।
সত্য ও মানবতার প্রতিষ্ঠাই আসল ইসলামের প্রতিষ্ঠা।
ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ তালেবান ইসলামের দল নয়, ইসলামের নামে ইসলামের ধ্বংসাত্মক শত্রু বাতিল কুফরি মতবাদ।
জীবন আল্লাহতাআলার দান এবং আল্লাহতাআলার পক্ষ থেকে সত্য ও মানবতা প্রাণাধিক প্রিয়নবীর দান।
সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীনের দান
সব মানুষের অধিকার- স্বাধীনতা- নিরাপত্ত – মর্যাদার রাষ্ট্র মানবতার রাষ্ট্র ই ইসলামের রাষ্ট্র।
শুধু নাম লাগিয়ে দিলেই ইসলামের রাষ্ট্র হয় মনে করা শুধু গরু ছাগলের চেয়েও মোটা মাথার বোকামি। ইসলামের নামে রাষ্ট্র মানেই ইসলামের মৃত্যু। ইসলামের নামে রাষ্ট্র ইসলামকে ধ্বংস করে ইসলামের নামে প্রতারণা কায়েম করে ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া ইসলামের নামে রাষ্ট্র মানে ক্ষমতাসীন গোষ্ঠীর সব কুফর-খুন-জুলুম-মুলুকিয়ত ইসলামের নামে চালিয় দিয়ে সব বাতিল জালিম মোনাফেক অপশক্তিকে কায়েম রাখা।
ইসলামের নির্দেশিত রাজনীতি কেবল আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের নির্দেশিত সব মানুষের কল্যাণে সর্বজনীন মানবতার রাজনীতি।
ইসলামের নির্দেশিত রাষ্ট্রব্যবস্থা প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম প্রদত্ত সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক অসাম্প্রদায়িক সর্বজনীন মানবিক রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত
দুনিয়ায় সত্য ও মানবতার বিলুপ্তি এবং মানুষ মানবতার শত্রু অমানুষ হওয়ার প্রধান কারণ একক ধর্মের নামে একক গোষ্ঠীবাদি হিংস্র সাম্প্রদায়িক স্বৈররাজনীতি ভিত্তিক রাষ্ট্র ও বস্তুবাদি চেতনাভিত্তিক একক জাতীয়তাবাদি স্বৈররাজনীতি ভিত্তিক একক গোষ্ঠীবাদি রাষ্ট্র।
সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের দেয়া সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা- অধিকার ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে একমাত্র মানবতার রাজনীতিই সব মানুষের কল্যাণের রাজনীতি ও মানবতার মুক্তির রাজনীতি।
মানবতার রাজনীতি এবাদাত এবং একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি সত্য ও মানবজীবনের বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ।
ধর্মের নামে অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির কোনো দল বা বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতির ধারক সকল দল ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন কৌশলে
মূলতঃ সত্য ও জীবনের বিরুদ্ধে মিথ্যা মূর্খতা অবিচার বিভেদ বিদ্বেষ বৈষম্য রুদ্বতা স্বৈরতার প্রাচীন ধারার ই ধারাবাহিকতা যা জীবন ও রাষ্ট্রের মুক্তির নয় ধ্বংসের ধারা।
সত্য ও জীবনের একমাত্র চিরন্তন প্রাকৃতিক রাজনীতি সব মানুষের জন্য দয়াময় আল্লাহ ও তাঁর প্রত্যক্ষ আলো ও করুনাধারা সর্বকল্যাণের উৎস রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবীর দেয়া যে কোনো ধর্মের যে কোনো মত পথের প্রতিটি মানুষের জীবনের আত্মমালিকানা এবং রাষ্ট্র ও সম্পদ ও দুনিয়ার সম্মিলিত মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে অখন্ড মানবতার রাজনীতি- দয়াময় স্রষ্টার ভালোবাসায় সব মানুষের ভালোবাসায় সব মানুষের সুরক্ষা ও কল্যাণের রাজনীতি- সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতি – জীবনের নীতি- মানবতার রাজনীতি।
=================
#আল্লামা_ইমাম_হায়াত ( Allama Imam Hayat )
( মানবতার রাজনীতির প্রবর্তক ও প্রতিষ্ঠাতাঃ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব )
World humanity revolution .
#বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব
#বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব_বাংলাদেশ